জনপ্রিয় মেল ডেলিভারি অ্যাপ Gmail নিয়ে আসতে চলেছে নতুন নিয়ম। গুগলের (Google) নিজস্ব এই অ্যাপ Gmail এখন থেকে একই সঙ্গে ফোন এবং ল্যাপটপে আর নোটিফিকেশন পাঠাবে না। গুগলের থেকে ইউজারদের অপশন দেওয়া হবে তারা যখন ডেস্কটপ বা ল্যাপটপে Gmail ওপেন করে রাখবে, তখন তাদের ফোনের Gmail এর নোটিফিকেশন বন্ধ করে রাখতে হবে। মনে করা হচ্ছে গুগলের এই জনপ্রিয় অ্যাপ এই নতুন নিয়মের সঙ্গে নিয়ে আসতে পারে নতুন ফিচার।


৯টু৫ (9to5) গুগলের রিপোর্ট অনুযায়ী গুগল Gmail-এর জন্য নিয়ে আসতে চলেছে নতুন একটি অপশন। Gmail-এর সেই নতুন অপশনটি হল পজ (Pause) নোটিফিকেশন। Gmail-এর এই নতুন অপশন পজ নোটিফিকেশন নিয়ে আসা হচ্ছে মোবাইলের জন্য। ইউজাররা যখন তাদের ডেস্কটপ বা ল্যাপটপে অ্যাক্টিভ থাকবে তখন তারা তাদের মোবাইলে চালু রাখতে পারবে নতুন এই অপশন। গুগলের তরফে এই বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু না জানানো হলেও, ৯টু৫ গুগলের রিপোর্ট অনুযায়ী এটি এখনও চালু করা না হলেও এর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি চালু করা হবে Gmail-এর এই নতুন অপশন।

নতুন নোটিফিকেশন -


গুগলের Gmail-এর নতুন নোটিফিকেসন অর্থাৎ পজ নোটিফিকেশন তখনই কাজ করবে যখন ইউজাররা ল্যাপটপ এবং ডেস্কটপে অ্যাক্টিভ থাকবে। মোবাইল এবং নিজেদের ল্যাপটপ অথবা ডেস্কটপে একই Gmail অ্যাকাউন্ট খোলা থাকলে এই নতুন নোটিফিকেশন ব্যবহার করা যাবে। Gmail-এর এই নতুন নোটিফিকেশনের মাধ্যমে ইউজারদের সুবিধা হবে, কারণ মোবাইলে এই নতুন নোটিফিকেশন অন করে রাখলে, তারা ডেস্কটপ অথবা ল্যাপটপেই দেখতে পাবে Gmail-এর নতুন নোটিফিকেশন। সেই ক্ষেত্রে তাদের মোবাইলে আর দেখা যাবে না Gmail-এর নতুন নোটিফিকেসন।