আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসা করি আপনাদের ভালো লাগবে ফেসবুক ব্যবহার করি না এমন কোন লোক নেই যারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করি বর্তমানে বাংলাদেশ ও বিশ্বের অনেক মানুষ ফেসবুক ব্যাবহার করে অনেক সুবিধা পাচ্ছে এবং অনেকেই আবার আছে এই ফেসবুকের মাধ্যমে তাদের ক্যারিয়ার গড়ে তুলেছে ফেসবুক নিয়ে একটি নতুন আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বর্তমান ফেসবুক যেহেতু খুবই জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম সেহেতু প্রতিনিয়ত এখানে নানারকম আপডেটের মাধ্যমে এটি ব্যবহার উপযোগী এবং আরো উন্নত করা হয় এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নতুন সেটিং বলতে পারেন নতুন সেটিং ঠিক হবে না একদিক দিয়ে এটা অনেকেই আছে যেগুলো আগে থেকেই জানি যারা জানে না তাদের জন্য হয়তো একজন নতুন হবে তো আমরা আজকে পাঁচটি গুরুত্বপূর্ণ ফেসবুক সেটিং নিয়ে আলোচনা করবো ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে আপনাকে এগুলো খুব সাহায্য করবে এবং আপনাকে ব্যবহার উপযোগী এবং আপনি কাস্টমাইজ করে এটিকে আপনার ব্যবহার উপযোগী করে তুলতে পারবেন আরও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যেহেতু আজকে ফেসবুকে নিয়ে আমাদের মাঝে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যারা ফেসবুক ইউজ করে না তাহলে চলো নিজ থেকে একটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জেনে নিন আপনার ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে খুবই ভালো ইফেক্ট ফেলবে
𝐒𝐞𝐭𝐭𝐢𝐧𝐠𝐬
Learning:
তো প্রথমে আমরা যে সেটিংসে নিয়ে আলোচনা করব এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং আমাদের ফেসবুক ব্যবহারকারীদের জন্য আমরা প্রয়োজনে-অপ্রয়োজনে যেকোনো সময়ে স্ক্রল ডাউন করতে থাকে ফেসবুকের মাঝে এবং এই ফেসবুকের মাধ্যমে ফেসবুকের থেকে সব থেকে ভালো উপায় হল এখান থেকে হলেও কিছু একটা শেখা এখন আপনি যদি ফেসবুকে যেহেতু সময় দিচ্ছি যদি ভালো কাজের সময় দেন তাহলে আপনার একদিক দিয়ে শেখা হলো অন্য দিক দিয়ে আপনার টাইম টি নষ্ট হলো না তো আমরা এখন যে সেটিংস এ নিয়ে কথা বলব এই সেটিংটি হলো ফেভারিট এখন আমরা ফেভারিট লিস্টে কিছু লোকজনকে এড করলাম যারা প্রতিনিয়ত আমাদের নানা রকম কাজে বা নানারকম বিষয়ে কথাবার্তা বলে যেমন ধরুন আপনি একজন স্টুডেন্ট আপনি যদি ফেসবুকের মাধ্যমে নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার হয়তো ভালো হবে এখন আপনি যেহেতু ফেসবুকেও হুদাই টাইমে দিচ্ছেন সেহেতু নতুন কিছু শিখলে আপনার পড়াশোনা রিলেটেড তাহলে কেমন হয় তো আপনাকে ফেভারিট লিস্টে এমন কয়েকজন কে অ্যাড করতে হবে যারা আপনাদেরকে নানা রকম ভাবে মটিভেট করে আপনি যদি এমন কয়েকটি পেজকে আপনার ফেভারিট লিস্টে রেখে দেন তাহলে আর অন্যান্য যে টাইম পাস এবং মজা করার যে জিনিসগুলো আপনার নিউজ ফিডে আসবে সেগুলো আর আসবে না তো ফেসবুকের এই ফেভারিট ফিচারটি আপনাকে খুবই সাহায্য করবে আপনার সময় নষ্ট না করাতে তো এখনই যারা বুঝেছেন এই ফিচারটি উপকারিতা তারা এখনই ফেসবুক অফিশিয়াল অ্যাপ থেকে আপনার ফেভারিট লিস্টে কয়েকজনকে এড করে নিতে পারেন যারা আপনাকে ভাল কাজে উৎসাহিত করে বজার দ্বারা আপনার উপকৃত হন যাদের পোস্টে ভালো ভালো কিছু বিষয় উল্লেখ করা থাকে তাদেরকে অ্যাড করে নিতে পারেন আপনি
𝙋𝙤𝙨𝙩 𝙨𝙖𝙫𝙞𝙣𝙜:
save post এখন আপনি ফেসবুকে স্কোর ডাউন করতেছেন এমন সময় একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনার সামনে চলে আসলো যা আপনার পরবর্তীতে প্রয়োজন হতে পারে তখন আমরা কি করি হয়তো সেটি যদি ইমেজ আকারে থাকে তাহলে আমরা স্ক্রিনশট নিতে চেষ্টা করি আবার যদি ভিডিও আকারে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে ডাউনলোড করার চেষ্টা করেন কিন্তু আপনারা ভিডিওটিকে ডাউনলোড করতে পারেন না তো আজকে এই ফিচারটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার প্রয়োজনীয় একটি জিনিস সেভ করে রাখবে তো অনেকেই ফেসবুকের নতুন ফিচার সম্পর্কে জানেনা এটা কি নতুন বললে ভুল হবে এটি অনেক আগে থেকে আছে কিন্তু আমরা অনেকেই জানিনা তো আপনারা চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসটি আপনার সেভ করে রাখতে পারেন পরবর্তীতে চাইলে খুব সহজেই আপনারা এগুলো বের করে পড়তে পারবেন আপনার কাজে লাগাতে পারবেন তো চলুন কিভাবে দেখি আপনার যে কোন পোস্ট বা যে কোন দরকারী কিছু সেভ করে রাখবেন প্রথমে আপনার যে ভিডিওর পোস্ট বা যে ইমেজে পোস্ট সেভ করে রাখতে চান সেই পোস্ট এর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনারা সেভ পোস্ট নামে একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করলেই পোস্ট টি সেভ হয়ে যাবে এবং আপনারা পরবর্তীতে প্রোফাইলে গিয়ে আপনার সেভ পোস্ট অপশন থেকে এই দরকারি পোস্ট দেখতে পারবে
𝐊𝐧𝐨𝐰𝐧 𝐋𝐢𝐧𝐤:
এবার অতি গুরুত্বপূর্ণ ফেসবুক ফিচার নিয়ে আলোচনা করব আমরা ফেসবুক বা মেসেঞ্জার থেকে অনেক প্রয়োজনীয় লিংক পেয়ে থাকে যেগুলো আমাদের খুবই দরকারী যখন আমরা কোনো লিংক ওপেন করতে চাই তখন কিন্তু ফেসবুকে যে ডিফল্ট একটি ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারটিতে লিংকটি ওপেন হয় এখন অনেকে বলতে পারবেন যেহেতু এখানে একটি ব্রাউজার রয়েছে তাহলে অন্য ভাবে কেন আমরা আমাদের নিজের ব্রাউজার ইউজ করব তো ফেসবুকে ডিফল্ট ব্রাউজার রয়েছে সেটিতে আপনারা অনেক রকম সুবিধা পাবেন না যেমন এখানে আপনার ডেক্সটপ মোড করতে পারবেন না আরো অনেক কিছু প্রবলেম রয়েছে তো আপনারা চাইলে আপনাদের নিজের যে মোবাইলের ব্রাউজার রয়েছে সেগুলোতে এই লিংকগুলো ডাইরেক ওপেন করতে পারবেন এখন আপনারা যদি এখান থেকে লিংক কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করেন তাহলে অনেক সময় লাগবে তো আপনারা চাইলে ফেসবুক থেকে এই ফিচারটি ব্যবহার করতে পারেন তো এই ফিচারটি না বের করতে হলে আপনাকে প্রথমে ফেসবুকে যেতে হবে তারপর সেটিংস এ ক্লিক করে একটু নিচে আসলে মিডিয়া নামে একটি অপশন দিতে পারবেন এই মিডিয়া নামে অপশনটির মাঝে ক্লিক করলে আপনার অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলোতে কোন কিছু করার দরকার নাই আপাতত আপনার একদম নিচে চলে যাবেন এবং নিচে গেলে দেখতে পারবেন লিংক ওপেন এক্সটার্নালি নামে একটি অপশন রয়েছে তার পাশে টিক চিহ্ন দিলেই হয়ে যাবে আপনার লিংক ওপেন আপনার ফোনের যে ব্রাউজারগুলো রয়েছে সেগুলোতে আপনার ইচ্ছা করলে যেকোনো ব্রাউজার এখানে সেট করে দিতে পারেন
𝐕𝐢𝐝𝐞𝐨 𝐒𝐨𝐮𝐧𝐝 𝐌𝐮𝐭𝐞:
ধরুন আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এমন সময় আপনার সময় ভালোভাবে চাচ্ছি না এবং জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার চুপ থাকা দরকার এবং আপনি চুপ করে আপনার ফেসবুক টা ওপেন করলেন এবং স্কোর ডাউন শুরু করলেন এখন হঠাৎ করে যদি আপনার ফোনে খুব জোরে একটি বিকট শব্দ ভেসে ওঠে তাহলে কেমন হবে আমি বলতে চাচ্ছি যে আপনি ফেসবুক স্ক্রল ডাউন করছেন এমন সময় হঠাৎ একটি ভিডিও আপনার বিয়ে হয়ে গেল তাহলে কেমন হয়ে যাবে বর্তমানে এসব বিষয়ে আমাদের খুবই গুরুত্ব এরসাথে দেখতে হয় আপনারা চাইলে হঠাৎ করে এরকম সেটিং রিমুভ করে দিতে পারেন এখন আপনারা যে জায়গায় ভিডিওটি প্লে হয়েছে আপনি সে জায়গায় হয়তো অনেক বাজেট ফেল করছেন কারণ সে জাগায় আপনার চুপ থাকা দরকার ছিলো কিন্তু আপনার ভিডিওটি বেজে গেছে তো এই সমস্যা আর পড়তে না চাইলে এই সেটিং টি আপনি অন করে নিতে পারেন তো প্রথমে আপনাকে সেটিং এ যেতে হবে তারপর মিডিয়াতে ক্লিক করলে আপনারা নিজে অপশন দেখতে পাবেন সাউন্ড নামে একটি অপশন তার ডান পাশে একটি বাটন রয়েছে সেটি অফ করে দিবেন তাহলে আপনার ভিডিও প্লে হবে কিন্তু সাউন্ড আসবেন আপনি যতক্ষণ পর্যন্ত এই সাউন্ড টি এনাবেল না করেন
𝐒𝐭𝐨𝐩 𝐅𝐚𝐜𝐞𝐁𝐨𝐨𝐤 𝐌𝐚𝐢𝐥:
। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট মেইলের মাধ্যমে খুলে থাকি বা মেইল অ্যাড করে থাকি। কিন্তু যখন আমরা কোনো ফেসবুক একাউন্ট ইমেইল এড করি তখন আমাদের মেইলটি শুধু ফেসবুকের নোটিফিকেশন দিয়ে ভরে যায়। আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় সেটি আপনার মেইলে চলে যাবে। কেউ আপনাকে মেসেজ পাঠালেও যাবে। কেউ আপনাকে ট্যাগ করলেও যাবে এবং এভাবে আপনার মেইলটা পুরো ফেসবুকের ইমেইল দিয়ে ভর্তি হয়ে যায়। এই অপ্রয়োজনীয় ফেসবুকের নোটিফিকেশন মেইল এর জন্য আপনার গুরুত্বপূর্ণ মেইল আপনার চোখে আসতে না পারে। তো আপনাকে এসব ফেসবুককের নোটিফিকেশন মেইল অফ করার জন্য একটি ছোট্ট সেটিং ওপেন করলেই হবে। আপনারা আর ফেসবুকের এই অযাতা মেইলগুলো আপনার ইমেইলে পাবেন না। তো সেটিং ওপেন করার জন্য আপনাকে প্রথমে সেটিংস এ যেতে হবে। তারপর নোটিফিকেশনে যেতে হবে। এরপর আপনারা দেখতে পারবেন একটু নিচে ইমেইল নামে একটি অপশন রয়েছে। তারপর ইমেইলের ক্লিক করলে তারপর ইমেইল ফ্রিকোয়েন্সি নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনারা তিনটি অপশন দেখতে পারবেন এবং লাস্ট যে অপশন রয়েছে ওনলি ইয়োর অ্যাকাউন্ট রিলেটেড এরকম একটি অপশন আছে সেটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার শুধু একাউন্ড রিলেটেড মেইল গুলো আছে সেগুলো আপনার মেইলে পাঠানো হবে। আর আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাইছে মেসেজ দিছে এগুলো আর আপনারা পাবেন না আপনার মেইল ইনবক্সটি পরিষ্কার থাকবে।
AT Last Stay With 🆈🅱- 🆃🆁🅸🅲🅺🆂 And Learn More and More
𝐒𝐭𝐚𝐲 𝐇𝐨𝐦𝐞 𝐒𝐭𝐚𝐲 𝐒𝐚𝐟𝐞
0 Comments