আসসালামু আলাইকুম বন্ধুরা,আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ফসবুকে ২ স্টেপ কোড চালু করবেন এবং রিকোভারি কোড পাবেন।


প্রথমে আপনাকে সেটিংস এ যেতে হবে,সেটিংস এ একটু নিচে (security and login) অপশন পাবেন,


সেখানে ক্লিক করে একটু নিচে (two factor authorization) পাবেন।


সেখানে ক্লিক করলে ২ টি অপশনে নিচের টায় টেক্সট মেসেজ সিলেক্ট করবেন,তারপর ফোন নাম্বার দিয়ে ২ ফেক্টর চালু করবেন।





এরপর আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেখানে দেখবেন (Recovery Code) অপশন পাবেন সেখানে (get codes


অপশন পূবেন সেখানে আপনাকে ১০ টি কোড দেয়া হবে, ওগুলো কপি করে রেখে দিবেন।
যদি কখনও কোড মেসেজে না আসে তাহলে আপনি ওই রিকোভারি কোড দিয়ে সাবমিট দিলে লগিন করতে পারবেন।

ধন্যবাদ