আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই,আশা করি সবাই ভালো আছো,
আজ আমরা ফ্রী ফায়ার আ্যাকাউন্ট ব্যান কিভাবে ছাড়ানো যায়
১.গ্যারেনার ওয়েবসাইটে রিকোয়েস্ট করলে কিছু আইডি ব্যাক আসে।তাই আজ সেই পদ্ধতিটি অবলম্বন করবো
*রিকোয়েস্ট করার জন্য ওপরের প্রথমে ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করলে ''Submit A Request ' অপশনে ক্লিক করবেন তারপর ফ্রী ফায়ার সিলক্ট করে রিজিওন মানে দেশের নাম বা সার্ভারের নাম সিলেক্ট করবেন
.
2.তারপর নিচের বক্সে একটি আপিন লিখবেন,এখনে একটি বিষয় ফলো রাখবেন, YouTube এ যেসব ভিডিওতে আপিল দেওয়া থাকে সবাই ওগুলো দিয়ে সাবমিট করে যাতে করে এক লেখা বার বার আসায় ওগুলো গ্যারেনার স্পাম বক্সে পরে যায়, যার কাণে তারা রিভিউ ও করে না ব্যাক ও আসে না, তাই আপনারা নিজের মতো করে একটি বানিয়ে নিবেন,যদি ইংরেজিতে পারদর্শী না হন তাহলে গুগল ট্রান্সলেট ব্যাবহার করতে পারেন
3,কিন্তু কয়েকটি জিনিস সেখানে উল্লেখ করা লাগবে তা হলো প্রথমে আপনার সমস্যা তারপর আইডির নাম,আইডির uid,এবং পারলে একটি আইডির স্ক্রিনশট ও ডিজেবল হইছে এর স্ক্রিনশট দিয়ে সাবমিট দিবেন,যদি কোনো ভুলে গ্যারেনা ডিজেবল করে থাকে তাহলে ৪৮ ঘন্টার মধ্যে মেইল রিপ্লে ও আইডি ব্যাক পেয়ে যাবেন।
*অবশ্যই আপনার নিশ্চিত হতে হবে যে আপনি কোনো ভুল করেননি, যদি ভুল করে সাবমিট দেন তাহলে আসবে না।
ধন্যবাদ
© 2022 YB Tricks,Bangladesh
0 Comments