আসসালামু আলাইকুম বন্ধুরা,আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ডিজেবল ফেসবুক আইডি কিভাবে ব্যাক আনবেন।তে চলুন শুরু করা যাক!


বর্তমান সময় ফেসবুক আইডি নেই এমন মানুষ খুব কম,আর বর্তমান ফেসবুক পলিসি ও কমিউনিটি স্টান্ডার্ড খুব কড়া,যার কারণে একটু ভুলের কারণেই আমাদের শখের ফেসবুক আইডিটি হারাতে হয়,কিন্তু ফেসবুক থেকে তা আবার চালু করা যা কিছু স্টেপ ফলো করার মাধ্যমে,, যে বিষয় গুলো লাগবেঃ

১.আইডির নাম যেন Nid/Birth Certificate/driving Licence এর সাথে মিল থাকতে হবে

২.আইডিতে দেয়া জন্ম তারিখ Nid/Birth Certificate/driving Licence এ থাকা জন্মতারিখ সেম থাকতে হবে

এগুলো ঠিক থাকলে সহজেই আইডি ব্যাক আনা যায়,তো আসুন কিভাবে ব্যাক আনবেন তা জেনে নেয়া যাক 

*প্রথমে আপনাকে আপনার ক্রোম ব্রাউজার এ ফেসবুক লগিন সার্চ করে ডিজেবল হয়ে যাওয়া আইডিটি লনিন করতে হবে,

**নিউ ট্যাব চালু করে সেখানে 'Confirm Your Identity fb '  সার্চ দিলে প্রথম যেই সাইট আসবে সেখানে গিয়ে ফ্রম ফিল আপ করবেন তারপর তারা আপনার আইডি চাইবে, তো সেখানে আইডির সাথে নাম ও জন্ম তারিখ মিল কার্ডটি ছবি তুলে সাবমিট দিবেন,

**এরপর আবার নিউ ট্যাব খুলে 'My Personal accaunt is disabled ''লিখে সার্চ দিয়ে সাইটে ঢুকবেন,তারপর সেখানেও আপনার আইডিতে যেই মেইল ছিল সেটা দিয়ে বাকি ফ্রম ও সমস্যা ফিল আপ করবেন এবং 'choose file'file'অপশনে ক্লিক করে

সেই কার্ডটি এখানেও সাবমিট দিবেন,

**তারপর ''Report a login issue' লিখে ফেসবুক প্রথম সাইটে ঢুকবেন, এবং সেখানেও একই পদ্ধতি ফলো করবেন,তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে


কাজগুলো করার ৪৮ ঘন্টার মধ্যে আপনার মেইলে ফেসবুক মেইল করে জানিয়ে দেবে যে আপনার আ্যাকাউন্ট ব্যাক দিয়েছে। 


পড়ার জন্য ধন্যবাদ


© 2022 ybtricksbd,Bangladesh,privacy policy