আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো,তা হলো কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায় যে কোনো দেশ থেকে।


ইনকামের পদ্ধতি সমূহঃ
১.ফেসবুক পেজ এর মাধ্যমে 
২.ফেসবুক গ্রুপের মাধ্যমে 

ফেসবুক পেজের মাধ্যমে টাকা ইনকামঃ

আমরা প্রায় সকলেই জানি ফেসবুকে কিভাবে পেজ বানাতে হয়,এবং আমরা বিভিন্ন সময় আমাদের নিউজ ফিডে বিভিন্ন sponsored (স্পন্সর) বা এড দেখতে পাই তো সেখানে কিছু পছন্দ হলে আমরা পেজে যোগাযোগ করে তাদের থেকে বিভিন্ন মাধ্যমে পন্য বা সেবা ক্রয় করে থাকি। এভাবেই সেই পেজ এডমিন ইনকাম করে থাকে

আপনারাও সেভাবে পেজ তৈরি করে বিভিন্ন যায়গায় শেয়ার করে সেল করতে পারেন।

ফেসবুক গ্রুপের মাধ্যমে টাকা ইনকামঃ
অনেকেই মনে করেন ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করা যায় না এটা একদমই ভুল।যখন আপনার গ্রুপে প্রায় ৯০ হাজার বা ১ লাখ মেম্বার হবে তখন বিভিন্ন কোম্পানি ও পেজ আপনাদের গ্রুপে স্পন্সর করতে চাইবে মানে তাদের পণ্যকে আপনাদের গ্রুপে রিভিউ দিতে বলবে এর জন্য তারা টাকাও দিবে,,(অবশ্যই গ্রুপের বেশিরভাগ মেম্বার একটিভ থাকতে হবে)
এভাবে আপনারা উভয় মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।আর দেশ কোনো বিষয় না যে কোনো দেশ থেকে আপনার এটি করতে পারেন।তাই নিজের মুল্যবান সময় ফেসবুকে নিউজ ফিডে নস্ট না করে ইনকামের চেস্টা করুন।
ধন্যবাদ






© 2022 YB Tricks.Bangladesh